জল জমেছে কালো মাটিতে
উত্পল আগুয়াননির্নিমেশ হীন আলো জীবন!
পুঙ্খ-অনুপুঙ্খে জড়িয়ে ফেলেছি তোমাকে৷
জল, মাটী, বাতাস, সবই আছে-
হয়ত একটু অন্যরকম৷
এখানে মাটির রং কালো হয়েছে
দীর্ঘ রোদ্দুরে-
কালো মাটিতে জল জমেছে
যন্ত্রনার ফোঁটা ফোঁটা ঘামে,
পেঁজা তুলোর মতো মেঘ জমতে জমতে
কৃষ্ণবর্ন আকাশ হয়েছে ভরদুপুরে৷
বন্ধু অন্তহীন জড়িয়ে ফেলেছি,
নির্নিমেশ অন্ধকারের সাথে!
এখানে জল মাটী বাতাস সবই পাবে
তবে একটু অন্যরকমে৷
জানিনা দুরত্ব বাড়বে কিনা-
জীবনের শেষ বোঝাবুঝিতে৷৷
No comments:
Post a Comment