Ek Pashla Bristi
Aishyarya Bhattacharya (Chatterjee) er kobita
এক পশলা বৃষ্টি
ঐশ্বর্য ভট্টাচার্য (চ্যাটার্জী)
ঐশ্বর্য ভট্টাচার্য (চ্যাটার্জী)
কতদিন ....
কতদিন পর -
এক পশলা বৃষ্টির আশ্লেষে,
আষ্টে - পৃষ্টে লেপ্টে হেঁটে ফেরা৷
বহুদিনের হারিয়ে কথা,
অসমাপ্ত কবিতার ছেঁড়া-পাতা -
আর, ধূলোয় চাপা ভালোলাগার ফসিল,
আজকে যেন ছেঁড়া - মেঘের মতন -
আবছা - অস্পষ্ট জল ছবি হয়ে ঝরে৷
অস্বচ্ছ তবু জানি, অস্ফূট নয়৷
হঠাৎ আঘাতে হারিয়ে যাওয়া স্মৃতির মতন -
সে - ও আজ ঈঙ্গিত খুঁজে ফেরে৷
ভালোলাগা ভালোবাসার যোগসূত্রহীন,
কাঠফাটা জীবনের জঠর থেকে -
সে যেন,
সঞ্জীবনের গ্রন্থী হাতড়ে মরে৷
এই বৃষ্টি তাই আমাকে পরিপূর্ণ শান্তি এনে দেয়না,
দেয় এক অসমাপ্ত ভালোবাসার হাতছানি,
অতীতের তীর থেকে ভেসে আসা সপ্নের মত -
কোনো প্রেমের কবিতার অপূরণতার গ্লানি৷
খাপছাড়া অবিন্যস্ত কিছু,
নিছক আত্মস্থঃ কামনা - বাসনা৷
Typing incomplete , soon it will be completed.....হঠাৎ আঘাতে হারিয়ে যাওয়া স্মৃতির মতন -
সে - ও আজ ঈঙ্গিত খুঁজে ফেরে৷
ভালোলাগা ভালোবাসার যোগসূত্রহীন,
কাঠফাটা জীবনের জঠর থেকে -
সে যেন,
সঞ্জীবনের গ্রন্থী হাতড়ে মরে৷
এই বৃষ্টি তাই আমাকে পরিপূর্ণ শান্তি এনে দেয়না,
দেয় এক অসমাপ্ত ভালোবাসার হাতছানি,
অতীতের তীর থেকে ভেসে আসা সপ্নের মত -
কোনো প্রেমের কবিতার অপূরণতার গ্লানি৷
খাপছাড়া অবিন্যস্ত কিছু,
নিছক আত্মস্থঃ কামনা - বাসনা৷
asadharon!!!!!!!!! chokhe jol ene debar moto moner kichu katha............... sotty e asadharon...........
ReplyDeleteThanks for comment.
ReplyDeletekhub bhalo.....sadharon kichu kotha ei kobitay osadharon lage....
ReplyDelete