Friday, June 22, 2012

Andha Goli by Biplab Kumar Maity

অন্ধগলি
বিপ্লব কুমার মাইতি
অন্তসার শূন্য যুবকের ক্রন্দন রোল-
      আকাশে বাতাসে ধ্বনিত হয় নারিকে চাহীয়া
চাতকের বারি সুধা পান করেনি যে -
     হৃদয়ে রয়েছে শুধু নারীর উত্তরের প্রতীক্ষা৷
দুর্নিবার উচ্চাকাঙ্খা আর প্রেম বোধ -
     দুই জোড়া তরী ভাসিয়ে দেয় সাগর পানে
মধ্যগগনে তখন শুধুই রবির বিলাপ
     রবি যতই হোক তেজদ্বীপ্ত
প্রেম কাতর প্রমিক মন; যে
    যাবেনা তারে বাঁধা তুচ্ছ ইন্দ্রজালে৷
অর্থ লিপ্সায় স্নাত নারী; দেয় হাতছানি - 
    ভালো বেশে আসে নারী, দুলনায় সে পটু,
প্রেমিক হৃদয় তখন রক্তাক্ত মরুভূমি - 
    বাস্তব শক্তিটুকু পেয়েছে তার লোপ৷
কোন এক মৌসিন রামের প্রত্যাশায় -
    দেশ, কাল, জাতি, ধর্ম দেয় সে জলাঞ্জলি -
জন্মদায়ীনী হয় সেদিন পরিত্যক্তা৷

     ফিরে আসে পুরুষ সেই পুরানো মাতৃকোলে,
        প্রেম যেদিন যায় চলে পিঞ্জর হতে -
     ফেলে আসা দুঃখে পায় অনেক আত্ম চেতনা -
       হারিয়ে যাওয়া মুহুর্ত চায় শুধু ক্ষমা প্রার্থনা৷৷



No comments:

Post a Comment