Tuesday, September 2, 2014

Sahasika Arunima Roy, A poem by Kishore Kumar Biswas

সাহসিকা অরুণিমা রায়
কিশোর কুমার বিশ্বাস (৯৮৮৩১৩৯০৭৮)

তুই ভয় পাস্ না
শুধু একবার! এক নজর দেখে যা!
       আমার পুত্রের বয়স এখন সতের
পাঁচফুট দশ-ইঞ্চি লম্বা,ফর্সা,
তোর মতই সুপুরুষ - সুন্দর
খুশির আলোয় ভরেছে - আমার ঘর।
ও এবার, বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেছে
তোকে ছাড়া, এই সুখবর! আর কাকে বলব- বল?
ওর যে - এমন চমকানো ফলাফল।
     ও আজ প্রথম, সেলুন থেকে দাড়ি কাটিয়ে
বাড়ি ফিরে এলো, চান করে ভক্তি ভরে-
তোর - স্বর্গীয়, কাল্পনিক ছবিতে পুজো দেবে 
পিতৃধ্যান- ঈশ্বরজ্ঞান, কাল্পনিক অশ্রুবর্ষণ। 
    তবু তুই ভয় করবি না -
শুধু একবার এসে - এক নজর দেখে যা।
পুত্রের নাম রেখেছি  ব্রহ্মানন্দ ব্রহ্ম!
আর আমি! এখন শ্রীমতী অরুণিমা ব্রহ্ম,
তুই এলে - তোকে একটা প্রণাম করব!
অতএব! ভয় পাস্ না -
শুধু একবার - এক নজর দেখে যা।
কাউকে ক্ষতি না করে 
পরনিন্দা পরচর্চা ছেড়ে, বাঁচার প্রয়োজনে ভালোবেসে
অযথা  মরে না গিয়ে, বেঁচে থেকে 
জাগতিক অবৈজ্ঞানিক পাপ করলে -
মানবিক কৃতজ্ঞতা বোধ থাকলে 
সে পাপ  - পাপ নয়, অমৃত হয় -
ইতি তোর সাহসিকা অরুণিমা রায়
আয়! শুধু - একবার আয়!


Saturday, November 23, 2013

HIROSHIMA By Balak Suman

---[হিরোসীমা]---

সাম্রাজ্য বিস্তারের
হানাহানি
রক্তাভাব যখন
রক্তাক্ত বিশ্বময়
নাহি চাহি মানব,শূধুই
মানব বোমা
যাক না হয় কটা বিশ্ব
মহাপ্রলয়ে।
জাগিয়াছে মানুষ,নয়
নিজ মহিমান্বেষণে
শুধু আত্মবিক্রি তব
ক্রুড় হস্তান্তরহ
নিজ ঘর-মায়া ছেরে
যাও পর ঘর ভাঙন
অভিযানে...
কি দোশ ছিল শিশুটার
যে ভূমিষ্ঠ হলো কাল
রাতে
এতটুকু নাই তার
অধিকার
দেখতো প্রথম সূর্য
আজিও প্রাতে...
দেখলো তো আলো নিশ্চ
নয় সূর্য,তার চেয়েও
বড়ো
আগুনের হাহাকার...
কথা ছিল কাল রাতে
আজিও দিবসে,প্রথম
নয়ন খোলা...
কিছু কথা হয়েছিল শু
কিছু ছিল চুপচাপ
মনের অতল গভির
থেকে আসা
প্রেম কম্পন
টা হলো না সঞ্চালন
তার আগেই উগরে দিল
গগনভেদি আকাশ
উদ্ঘাটন ।
প্রথম স্যালারী ছিল
আজ
বোন ব্যাস্ত,
মা চিন্তিত, আজ
বারতি কিছু কাজ..
মনে মনে করা সেই
লিষ্ট
দেখলো না দোকানি,
হলো না সময়, শুধু সময়
এলো করার অনুতাপ....
চলছিল সবই ঠিখঠা
আসলো বিরতি,
আসলো মনুষত্ত্বের
অভিশাপ..
নয় আনবিক, এ
যে মানবিক বোমা...
এতটুকু রইল না ছাই
তবু পুড়লো হিরোসীমা ।

-=>বালক সুমন<=-

Tuesday, May 28, 2013

Moumita Ghoshal er Kobita Rater Rajani Gandhaguli Ekhono

রাতের রজনীগন্ধাগুলি এখনো

মৌমিতা ঘোষাল


রাতের রজনীগন্ধাগুলি এখনো
নিঝুম, নিশ্চুপ!
কার অপেক্ষায় তারা এখনোও!
সে তো নেই...

তবুও,
রাতের রজনীগন্ধাগুলি এখনোও,
অম্লান,নিষ্পাপ!
কিন্তু কেন?
কিসের আশায় তারা এখনোও?
কার হাতের ছোঁয়া পেতে ব্যাকুল তারা?
কই?
সে তো নেই!
তবুও কেন এই অপেক্ষা?
ব্যাকুলতা?
দূর করে দাও,এই জঞ্জা ল সব!
এই গন্ধে দম বন্ধ হয়ে আসছে আজ!

Friday, April 12, 2013

Monday, March 11, 2013

কবিতা - বিবেকানন্দের প্রতি - পরিমল কামিলা


বিবেকানন্দের প্রতি

পরিমল কামিলা, (পূর্বমেদিনীপুর)

ওগো জীবনের দূত,ওগো সন্ন্যাসী-
মেটাতে বিশ্বের ক্ষুধা
এনেছ অমৃত সুধা
স্বর্গলোক হতে,
জ্বালিয়া প্রদীপের শিখা
ধরেছ কম্পিত শাখা
অরণ্যের পথে ।
ওগো চেতনার দাতা,ওগো ক্রন্দসী-
গড়িয়া প্রাচ্যের ভূমি
স্নিগ্ধের মায়াজ্বাল বুনি
রেখেছ আকীর্ণ করি,
ভ্রমিয়া শৃঙ্খলহীন
হয়েছ তুমি অতি দীন
অসীম সমুদ্র ভরি ।
ওগো বিবেক দেবতা,ওগো অগ্রণী-
প্রভাত সূর্যের মতো
আঁধার হরিয়াছ যত
তামস পৃথিবীর,
অনন্ত চিন্ময় ধারা
অঙ্কিত করিয়াছে ধরা
তুলিয়াছে শির ।
ওগো তরুনের বল,ওগো ব্রহ্মঙ্গানী-
আজ নবীন তরুনের দিশা
খোঁজে তোমা মিটিবারে তৃষা
সাগর মাঝেতে,
রেখো হাত জীবনের দরে
চেতনায় জাগ্রত করে
সকাল-সাঁঝেতে ।

Tuesday, March 5, 2013

Chandan Bhattacharya: Kobita-1

প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠুক দিকে দিকে
চন্দন ভট্টাচার্য


এ আমরা কোথায় আছি! কোন যুগে করছি বাস!
এতো মধ্য যুগীয় বর্ব্বরতাকে হার মানায়।
মানুষ যখন পৃথিবীতে জন্মালো তখন নর-নারীগন উলঙ্গ হয়ে
বনে বনে ঘুরে বেড়াত কারন মানুষ তখন ছিল অসভ্য।
সেই সময়ে পুরুষেরা কামের লালসায় নারীর প্রতি কামাসক্ত
হয়ে পাশবিক অত্যাচার চালায়নি। নারীর উদরের তলদেশে
তার যৌনাঙ্গে ধারালো অস্ত্রে ক্ষত বিক্ষত করেনি।
আজ উনবিংশ বিংশ শতাব্দীতে সভ্যতার শিখরে পৌঁছে
আমরা কিনা চরম বর্ব্বর হয়ে গেছি।
এ চরম বর্ব্বরতা কি আমাদের মানায়!
প্রতিবাদ প্রতিরোধ করার সময় এসেছে আজ
সমগ্র দেশবাসীকে হতে হবে এককাট্টা
দামিনীর মতো আর যেনো কোন নারী নির্মম নিষ্ঠুর
পৈশাচিক পুরুষের পাশবিক অত্যাচারের শিকার না হয়
সমগ্র দেশের নারীজাতি যেন স্বাধীনভাবে নির্ভয়ে
চলাফেরা করতে পারে।
এই হোক আমাদের সবার চরমতম প্রতিজ্ঞা
(তাই)প্রতিবাদ প্রতিরোধের ঝড় উঠুক দিকে ।