Thursday, May 3, 2012

Arup Kumar De । Ek Muhurte Amar

এক মুহূর্তে অমর
      - অরূপ কুমার দে
তুমি বললে, আকাশের নীল চাই-
আমি দিলেম আকাশ ধোয়া সবুজ;
তুমি চাইলে বর্ণিল রঙধনু-
আমি দিলেম শিশির ভেজা গোলাপ৷


তুমি বললে, স্বর্গের সুখ চাই - 
আমি দিলেম আমার হাতের ছোঁয়া৷
সুতরাং .....
তুমি এক মুহূর্তে অমর হয়ে গেলে৷