আজকের সাজাহান
সুব্রত বন্দ্যোপাধ্যায়
সাবধানে পা ফেলো, দেখাও সংযম-
নতুন সংলাপে আজ নচিকেতা যম!
কালের দাবী মেনে রক্তাক্ত সময়
ভুলের মাশুল বুঝি এভাবেই দিতে হয়!
জানলা বন্ধ রাখো বাইরে এলোমেলো ঝড়
সুনামি-আয়লা এলো ভেসে গেলো ঘর৷
দুধসাদা পাঞ্জাবী মোমবাতি হাতে নাগরিক-মন
সময়ে পা মেলাও, পেয়ে যাবে অর্থ-খ্যাতি-যশ আর রঙিন জীবন!
আজ তারা উট পাখি, কেউ কেউ পাঁচিলে
এরাও শব হবে ছিঁড়ে খাবে কাক আর চিলে!
চেয়ে দেখো আজও ফোটে কৃষ্ণচূড়া-পলাশ, রঙ তার লাল-
"রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল৷"
সুব্রত বন্দ্যোপাধ্যায়
সাবধানে পা ফেলো, দেখাও সংযম-
নতুন সংলাপে আজ নচিকেতা যম!
কালের দাবী মেনে রক্তাক্ত সময়
ভুলের মাশুল বুঝি এভাবেই দিতে হয়!
জানলা বন্ধ রাখো বাইরে এলোমেলো ঝড়
সুনামি-আয়লা এলো ভেসে গেলো ঘর৷
দুধসাদা পাঞ্জাবী মোমবাতি হাতে নাগরিক-মন
সময়ে পা মেলাও, পেয়ে যাবে অর্থ-খ্যাতি-যশ আর রঙিন জীবন!
আজ তারা উট পাখি, কেউ কেউ পাঁচিলে
এরাও শব হবে ছিঁড়ে খাবে কাক আর চিলে!
চেয়ে দেখো আজও ফোটে কৃষ্ণচূড়া-পলাশ, রঙ তার লাল-
"রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল৷"
No comments:
Post a Comment