Friday, April 27, 2012

Nihar Gangapadhyay er Kabita Bibarna Avishap

বিবর্ণ অভিশাপ
নীহার গঙ্গোপাধ্যায়
কোপাই নদীর মতোই ও বিবর্ণ
কঙ্কালসার চেহারা, চোখ দুটো অনেক ভিতরে,
শান্তিনিকেতন থেকে বেশ কিছু দূরে,
ও নেচে নেচে গান গাইছে বাউলের সুরে,
কোপাইয়ের তীরে৷
কোপাই খোঁজ রাখেনা পৃথিবীর সাগর-মহাসাগরের,
বছরে একবার শুধু খায়,
প্রাণ ভরে খায়,
নাক, মুখ দিয়ে বমি করে তৃপ্ত হয়৷
কঙ্কালসার খোঁজ রাখেনা কোটিপতিদের;
কোপাইয়ের পাড়ে বাবুরা আসে ঘুরতে,
গাড়ি করে, পাশে অজস্র ঘ্রানে মাখানো গিন্নিকে নিয়ে;
পৃথিবীর শ্রেষ্ঠ দান তুলে দেয়
কঙ্কালসার হাতে - পঞ্চাশ পয়সা, এক টাকা - ৷
ওতেই ও কোটিপতি ভাবে,
গড় হয়ে প্রণাম করে৷
বাবুরা কোট-প্যান্ট পরে শীতে কাঁপতে কাঁপতে আসে,
ওর ছেড়া হাফ-প্যান্ট-নিম্নাঙ্গের লজ্জা ঢেকেছে অনেক কষ্টে;
ছেঁড়া গামছা দিয়ে ঢাকা শরীরের উর্দ্ধাঙ্গের মায়ের লজ্জা,
 এতে ওর কিছু এসে যায় না
কারণ ত্ততো কোপাইয়ের পাড়ে থাকে৷
কোপাইয়ের মতো ও নির্বিকার,
সভ্য সমাজ নির্বকার৷
ও শুধু নেচে নেচে গান করে
বাউলের সুরে
কবি গুরুগো.......৷

No comments:

Post a Comment