Saturday, April 28, 2012

Sima Sarkar er Kabita Milan Jantrana

    মিলন যন্ত্রনা
    সীমা সরকার
একবার ডেকে বলবার চেষ্টা
না.....না..... ভান বলব না৷
বিদায় বেলার শেষ বিষাক্ত চুম্বন
তোমার মিষ্টি ঠোঁটে৷
আন্দোলন ভেঙ্গে গুঁড়িয়ে দেবার 
অসহ্য প্রয়াসে কেঁপে ওঠা-
মিলন যন্ত্রনাকে তুচ্ছ করে - আর
নীল মুক্তিতে ফেরবার চেষ্টা৷


বলেছিলাম না আমি দুঃসাহসী 
আমি নরক, প্রয়োজনে প্রেমিকা
দামী সব কিছুই -- আমার-
মূল্যহীন তোমাতে দুর্মূল্য স্বত্ত্বা
সাফল্যের রাজ সিংহাসনে তখন 
তুমি ব্যর্থতার মুকুট পরে!


প্রতিশ্রুতি! আবার আসব ফিরে
ধংসের ও মিথ্যার আশ্বাসে 
অন্ধকার সিঁড়ি বেয়ে সত্যের ছাদে৷
সেদিন প্রথম আলাপ হবে দুজনাতে
..............পূর্ণিমার চাঁদে৷৷

Friday, April 27, 2012

Nihar Gangapadhyay er Kabita Bibarna Avishap

বিবর্ণ অভিশাপ
নীহার গঙ্গোপাধ্যায়
কোপাই নদীর মতোই ও বিবর্ণ
কঙ্কালসার চেহারা, চোখ দুটো অনেক ভিতরে,
শান্তিনিকেতন থেকে বেশ কিছু দূরে,
ও নেচে নেচে গান গাইছে বাউলের সুরে,
কোপাইয়ের তীরে৷
কোপাই খোঁজ রাখেনা পৃথিবীর সাগর-মহাসাগরের,
বছরে একবার শুধু খায়,
প্রাণ ভরে খায়,
নাক, মুখ দিয়ে বমি করে তৃপ্ত হয়৷
কঙ্কালসার খোঁজ রাখেনা কোটিপতিদের;
কোপাইয়ের পাড়ে বাবুরা আসে ঘুরতে,
গাড়ি করে, পাশে অজস্র ঘ্রানে মাখানো গিন্নিকে নিয়ে;
পৃথিবীর শ্রেষ্ঠ দান তুলে দেয়
কঙ্কালসার হাতে - পঞ্চাশ পয়সা, এক টাকা - ৷
ওতেই ও কোটিপতি ভাবে,
গড় হয়ে প্রণাম করে৷
বাবুরা কোট-প্যান্ট পরে শীতে কাঁপতে কাঁপতে আসে,
ওর ছেড়া হাফ-প্যান্ট-নিম্নাঙ্গের লজ্জা ঢেকেছে অনেক কষ্টে;
ছেঁড়া গামছা দিয়ে ঢাকা শরীরের উর্দ্ধাঙ্গের মায়ের লজ্জা,
 এতে ওর কিছু এসে যায় না
কারণ ত্ততো কোপাইয়ের পাড়ে থাকে৷
কোপাইয়ের মতো ও নির্বিকার,
সভ্য সমাজ নির্বকার৷
ও শুধু নেচে নেচে গান করে
বাউলের সুরে
কবি গুরুগো.......৷

Subrata Bandyopadhyay er Kabita Ajker Sajahan

   আজকের সাজাহান
   সুব্রত বন্দ্যোপাধ্যায়
সাবধানে পা ফেলো, দেখাও সংযম-
নতুন সংলাপে আজ নচিকেতা যম!
কালের দাবী মেনে রক্তাক্ত সময়
ভুলের মাশুল বুঝি এভাবেই দিতে হয়!
জানলা বন্ধ রাখো বাইরে এলোমেলো ঝড়
সুনামি-আয়লা এলো ভেসে গেলো ঘর৷
দুধসাদা পাঞ্জাবী মোমবাতি হাতে নাগরিক-মন
সময়ে পা মেলাও, পেয়ে যাবে অর্থ-খ্যাতি-যশ আর রঙিন জীবন!
আজ তারা উট পাখি, কেউ কেউ পাঁচিলে
এরাও শব হবে ছিঁড়ে খাবে কাক আর চিলে!
চেয়ে দেখো আজও ফোটে কৃষ্ণচূড়া-পলাশ, রঙ তার লাল-
"রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল৷"

Thursday, April 26, 2012

KABI KISHORE KUMAR BISWAS ER KABITA (POEM) TIRISH BACHOR AGE

    তিরিশ বছর আগে
   কিশোর কুমার বিশ্বাস
তুই কি আছিস ? আগের মতো
আমার প্রথম স্বপ্ন!
মুখে না - বলা বইয়ের ভাঁঝে
ছোট্ট একটা চিরকুট!
কী যেন - আজ মনে পড়ে 
বলবি - বলেছিস - সেই তিরিশ বছর আগে,
তোর কথা আজ ভাবলে মনে অদৃশ্য কতো ফুল ফোটে!
তুই কি আছিস ? আগের মতো-
আমার প্রথম স্বপ্ন - পবিত্র স্বচ্ছ৷







Tuesday, April 24, 2012

GOPAL BISWAS ER KOBITA (POEM) KOLKATA

অসময়
শ্রী গোপাল বিশ্বাস (সম্পাদক পূষা)
যাও, বিশ্রাম নাও৷
আবার তো বের হতে হবে
আফিসে৷


এলোমেলো চুল 
কোঁচকানো কামিজ
ঢুলুঢুলু চোখের পাতা৷


প্রেম অভিসারের
রাতের মনচিত্র
ঘুম জাগা চেহারায়
সব কথাই ভাসে৷


আসলে উপায় ছিলনা
আমারও, বসের ডাক৷
উড়ে আসতেই হোল
তিন ঘন্টা আগে৷
-----------------

KABI KISHORE KUMAR BISWAS ER KABITA (POEM)


"কিছুই লেখা হয় না"
কিশোর কুমার বিশ্বাস
 আগে তো বুঝিননি
এ জীবন গোধূলি, আলো আঁধারি
কুরুক্ষেত্রময় - করুণ মায়া,
অশ্রুবিন্দু ঝরে-ঝরে গ্যাছে
বুকের সোনা, কমলালিত আলপনা
তাই, পথে যেতে যেতে ফেলে গ্যাছে
কতো - বাসনা ফুলের অতৃপ্তি মালা,
আর! সময় হাতড়ে মানুষ মরেছে
সুখি হতে চেয়ে - পেয়েছে জীবনযন্ত্রনা
এ সব কথা লিখতে গিয়ে - কিছুই লেখা হয় না৷

FIRST POST ON BANGLA PATRIKA

First Post On 'Bangla Patrika'


বাংলায় গল্প, কবিতা, ছড়া, গদ্য, প্রবন্ধ ইত্যাদি প্রকাশের ইন্টারনেট মাধ্যম৷
আপনার লেখা পাঠান নিম্নলিখিত ঠিকানায়৷
শ্রী বিশ্বরঞ্জন চক্রবর্ত্তী
দমদম কে কে হিন্দু একাডেমী
দমদম, মতিঝিল
কলিকাতা ৭০০০৭৪
দূরাভাষ - ৯৮৩০১৭০৬৯৭
ই মেল  বাংলাপত্রিকা১০@জিমেল.কম