---[হিরোসীমা]---
সাম্রাজ্য বিস্তারের
হানাহানি
রক্তাভাব যখন
রক্তাক্ত বিশ্বময়
নাহি চাহি মানব,শূধুই
মানব বোমা
যাক না হয় কটা বিশ্ব
মহাপ্রলয়ে।
জাগিয়াছে মানুষ,নয়
নিজ মহিমান্বেষণে
শুধু আত্মবিক্রি তব
ক্রুড় হস্তান্তরহ
নিজ ঘর-মায়া ছেরে
যাও পর ঘর ভাঙন
অভিযানে...
কি দোশ ছিল শিশুটার
যে ভূমিষ্ঠ হলো কাল
রাতে
এতটুকু নাই তার
অধিকার
দেখতো প্রথম সূর্য
আজিও প্রাতে...
দেখলো তো আলো নিশ্চ
নয় সূর্য,তার চেয়েও
বড়ো
আগুনের হাহাকার...
কথা ছিল কাল রাতে
আজিও দিবসে,প্রথম
নয়ন খোলা...
কিছু কথা হয়েছিল শু
কিছু ছিল চুপচাপ
মনের অতল গভির
থেকে আসা
প্রেম কম্পন
টা হলো না সঞ্চালন
তার আগেই উগরে দিল
গগনভেদি আকাশ
উদ্ঘাটন ।
প্রথম স্যালারী ছিল
আজ
বোন ব্যাস্ত,
মা চিন্তিত, আজ
বারতি কিছু কাজ..
মনে মনে করা সেই
লিষ্ট
দেখলো না দোকানি,
হলো না সময়, শুধু সময়
এলো করার অনুতাপ....
চলছিল সবই ঠিখঠা
আসলো বিরতি,
আসলো মনুষত্ত্বের
অভিশাপ..
নয় আনবিক, এ
যে মানবিক বোমা...
এতটুকু রইল না ছাই
তবু পুড়লো হিরোসীমা ।
-=>বালক সুমন<=-
সাম্রাজ্য বিস্তারের
হানাহানি
রক্তাভাব যখন
রক্তাক্ত বিশ্বময়
নাহি চাহি মানব,শূধুই
মানব বোমা
যাক না হয় কটা বিশ্ব
মহাপ্রলয়ে।
জাগিয়াছে মানুষ,নয়
নিজ মহিমান্বেষণে
শুধু আত্মবিক্রি তব
ক্রুড় হস্তান্তরহ
নিজ ঘর-মায়া ছেরে
যাও পর ঘর ভাঙন
অভিযানে...
কি দোশ ছিল শিশুটার
যে ভূমিষ্ঠ হলো কাল
রাতে
এতটুকু নাই তার
অধিকার
দেখতো প্রথম সূর্য
আজিও প্রাতে...
দেখলো তো আলো নিশ্চ
নয় সূর্য,তার চেয়েও
বড়ো
আগুনের হাহাকার...
কথা ছিল কাল রাতে
আজিও দিবসে,প্রথম
নয়ন খোলা...
কিছু কথা হয়েছিল শু
কিছু ছিল চুপচাপ
মনের অতল গভির
থেকে আসা
প্রেম কম্পন
টা হলো না সঞ্চালন
তার আগেই উগরে দিল
গগনভেদি আকাশ
উদ্ঘাটন ।
প্রথম স্যালারী ছিল
আজ
বোন ব্যাস্ত,
মা চিন্তিত, আজ
বারতি কিছু কাজ..
মনে মনে করা সেই
লিষ্ট
দেখলো না দোকানি,
হলো না সময়, শুধু সময়
এলো করার অনুতাপ....
চলছিল সবই ঠিখঠা
আসলো বিরতি,
আসলো মনুষত্ত্বের
অভিশাপ..
নয় আনবিক, এ
যে মানবিক বোমা...
এতটুকু রইল না ছাই
তবু পুড়লো হিরোসীমা ।
-=>বালক সুমন<=-
meaningful one
ReplyDeleteInteresting Blog for Team Buildining Training
ReplyDeleteCorporate Training in Delhi
ReplyDelete