বিবেকানন্দে র প্রতি
পরিমল কামিলা, (পূর্বমেদিনীপুর)
ওগো জীবনের দূত,ওগো সন্ন্যাসী-
মেটাতে বিশ্বের ক্ষুধা
এনেছ অমৃত সুধা
স্বর্গলোক হতে,
জ্বালিয়া প্রদীপের শিখা
ধরেছ কম্পিত শাখা
অরণ্যের পথে ।
ওগো চেতনার দাতা,ওগো ক্রন্দসী-
গড়িয়া প্রাচ্যের ভূমি
স্নিগ্ধের মায়াজ্বাল বুনি
রেখেছ আকীর্ণ করি,
ভ্রমিয়া শৃঙ্খলহীন
হয়েছ তুমি অতি দীন
অসীম সমুদ্র ভরি ।
ওগো বিবেক দেবতা,ওগো অগ্রণী-
প্রভাত সূর্যের মতো
আঁধার হরিয়াছ যত
তামস পৃথিবীর,
মেটাতে বিশ্বের ক্ষুধা
এনেছ অমৃত সুধা
স্বর্গলোক হতে,
জ্বালিয়া প্রদীপের শিখা
ধরেছ কম্পিত শাখা
অরণ্যের পথে ।
ওগো চেতনার দাতা,ওগো ক্রন্দসী-
গড়িয়া প্রাচ্যের ভূমি
স্নিগ্ধের মায়াজ্বাল বুনি
রেখেছ আকীর্ণ করি,
ভ্রমিয়া শৃঙ্খলহীন
হয়েছ তুমি অতি দীন
অসীম সমুদ্র ভরি ।
ওগো বিবেক দেবতা,ওগো অগ্রণী-
প্রভাত সূর্যের মতো
আঁধার হরিয়াছ যত
তামস পৃথিবীর,
অনন্ত চিন্ময় ধারা
অঙ্কিত করিয়াছে ধরা
তুলিয়াছে শির ।
ওগো তরুনের বল,ওগো ব্রহ্মঙ্গানী-
আজ নবীন তরুনের দিশা
খোঁজে তোমা মিটিবারে তৃষা
সাগর মাঝেতে,
রেখো হাত জীবনের দরে
চেতনায় জাগ্রত করে
সকাল-সাঁঝেতে ।
অঙ্কিত করিয়াছে ধরা
তুলিয়াছে শির ।
ওগো তরুনের বল,ওগো ব্রহ্মঙ্গানী-
আজ নবীন তরুনের দিশা
খোঁজে তোমা মিটিবারে তৃষা
সাগর মাঝেতে,
রেখো হাত জীবনের দরে
চেতনায় জাগ্রত করে
সকাল-সাঁঝেতে ।
Hi friend
ReplyDelete