Ajatha Ashrupat
অযথা আশ্রুপাত
রাহুল ভট্টাচার্য
বাইরে বৃষ্টি পড়ছে ,
খানা খন্দ, মা্ঠ, ঘাট, জলে টই টুম্বুর
নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়,
জল ঝরছে আমার ঘরের চাল দিয়ে,
তবু কই! এ চোখে তো জল ঝরল না
সে বলল, ওরে মেঘ দরকার
তবে তো জল ঝরবে,
আঘাত এলো জীবনে, একের পর এক,
হৃদয়ে নাড়া দিল বার, বার -
তবু, চোখের জল তো বের হল না,
তবে কি মানুষ নই আমি!
আবার সে বলে উঠল-
অন্য একটা চেষ্টা কর -
অ্যাসিড দিয়ে জালালাম হৃদয়টাকে -
কিন্তু কোথায়! চোখের জল তো বের হল না,
রেগে গিয়ে সে বলল
দুর! তুই তো চণ্ডাল
তোর চখে জল আসবে কি করে?
শুধু শুধুই ওয়েষ্ট অফ্ টাইম
সে চলে গেলো, হঠাৎ --
দুফোটা জল পড়ল -
দৌড়ে গেলাম তার পেছন পেছন,
চিৎকার করে বললাম -
ওরে চোখের জল বেরিয়েছে -
কিন্তু তাকে খুঁজে পেলামনা
সে নাদেখেই চলে গেল -
আমার চোখের জল,
আজও আঝোরে পড়ে, কিন্তু
তবু কেউ দেখে না।
খানা খন্দ, মা্ঠ, ঘাট, জলে টই টুম্বুর
নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়,
জল ঝরছে আমার ঘরের চাল দিয়ে,
তবু কই! এ চোখে তো জল ঝরল না
সে বলল, ওরে মেঘ দরকার
তবে তো জল ঝরবে,
আঘাত এলো জীবনে, একের পর এক,
হৃদয়ে নাড়া দিল বার, বার -
তবু, চোখের জল তো বের হল না,
তবে কি মানুষ নই আমি!
আবার সে বলে উঠল-
অন্য একটা চেষ্টা কর -
অ্যাসিড দিয়ে জালালাম হৃদয়টাকে -
কিন্তু কোথায়! চোখের জল তো বের হল না,
রেগে গিয়ে সে বলল
দুর! তুই তো চণ্ডাল
তোর চখে জল আসবে কি করে?
শুধু শুধুই ওয়েষ্ট অফ্ টাইম
সে চলে গেলো, হঠাৎ --
দুফোটা জল পড়ল -
দৌড়ে গেলাম তার পেছন পেছন,
চিৎকার করে বললাম -
ওরে চোখের জল বেরিয়েছে -
কিন্তু তাকে খুঁজে পেলামনা
সে নাদেখেই চলে গেল -
আমার চোখের জল,
আজও আঝোরে পড়ে, কিন্তু
তবু কেউ দেখে না।
No comments:
Post a Comment